সোনারগাঁয়ের খবর

স্বেচ্ছাসেবী সংগঠন “ব্লাড ডোনার্স ক্লাব” এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম এবার নুনেরটেক

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

উপজেলার বারদী ইউনিয়নের চরাঞ্চল নুনেরটেক সেসিপ উচ্চবিদ্যালয়ে কয়েকশত শিক্ষার্থীদের রক্তের গ্রুপ নির্নয় করা হয়। ২৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত সোনারগাঁ ব্লাড ডোনার্স ক্লাব’র উদ্যোগে আয়োজিত রক্তের এ গ্রুপ নির্নয় করা হয়।

সোনারগাঁ ব্লাড ডোনার্স ক্লাব- একটি স্বেচ্ছাসেবী সংগঠন। ২০১৯ সালের নভেম্বরে প্রতিষ্ঠিত হয় এ সংগঠনটি। নুনেরটেক সেসিপ উচ্চবিদ্যালয় ছাড়াও হোসেনপুর উচ্চ বিদ্যালয় ও আইকন ইন্টারন্যাশনাল স্কুলে প্রায় সহাস্রাধিক মানুষের রক্তের গ্রুপ নির্নয় করা হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি আজাদ মাহমুদ ওসমানীর তত্বাবধানে, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহাবুব আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ সাগরের সার্বিক সহযোগিতায় ১৫ সদস্যের একটি টিম রক্তের গ্রুপ নির্নয়ে সহযোগিতা করেন।

সংগঠনটির দায়ীত্বে ব্যক্তিরা আরো জানান, আমরা সারা দেশব্যাপী বিভিন্ন রক্ত দাতাদের বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।

আমরা করোনায় প্লাজমা প্রদান, গরিব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বৃক্ষরোপণ, শীতবস্ত্র বিতরণ করেছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, নুনেরটেক সেসিপ উচ্চবিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোঃ শাহজালাল, সহকারি শিক্ষক খায়রুল আলম খোকন, ফরাজী মোহাম্মদ হানজালা চিশতী, মনিরুজ্জামান মনির, শাহজালাল সবুজ প্রমূখ।

Related Articles

Back to top button