নির্বাচনের খবর

সোনারগাঁয়ে ১৩ দিন বৈধ অস্ত্র বহন নিষেধ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় ৮টি ইউনিয়নে আগামী ১৩ দিন বৈধ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এ আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ।

আদেশে বলা হয়, নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোট ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার পরিপত্র ও অস্ত্র আইনের ক্ষমতাবলে জনস্বার্থে আগামী ২১ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর সোনারগাঁয়ে ৮টা ইউনিয়নে বৈধ অস্ত্র বহন, অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করাতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো।

তবে, এ আদেশ সরকারি কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষার সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য, বিভিন্ন সরকারি, আধা-সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর, আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

Related Articles

Back to top button