সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে মাববন্ধন

কাঁচপুর প্রতিনিধি, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার মাষ্টারমাইন্ড তারেক রহমানকে অভিযােগ করে ওই ঘটনার সকল আসামীর দন্ডাদেশ কার্যকর করার দাবিতে মাববন্ধন করেছেন সোনারগাঁয়ের কাচঁপুর ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী যুবলীগ সংগঠনের নেতা কর্মীরা।

শনিবার (২১ আগস্ট ) সকাল ১১ টায় ঢাকা – চট্টগ্রাম মহাসড়কে কাচঁপুর ব্রীজের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন – সাধারন সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আমরা আজ রাজপথে মানববন্ধন করছি। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন বেগম খালেদা জিয়ার কু-সন্তান তারেক রহমানের নীল নকশায় জননেত্রী শেখ হাসিনাকে মেরে ফেলার জন্য যে ফাঁদ পেতেছিলেন, সেই হামলায় প্রাণ দিতে হয়েছিলাে সংগ্রামী নারী নেত্রী আইভী রহমানকে। এছাড়া আমাদের অনেক নেতাকর্মী নিহত-আহত হয়েছেন। আমরা সেই দিনের ঘটনার তীব্র প্রতিবাদ ক্ষোভ প্রকাশ করছি। হামলার সাথে জড়িত প্রত্যেকের বিচারের আওতায় এনে বাংলার মাটিতে তাদের শাস্তি দিতে হবে।

মাববন্ধনে সােনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার বলেন,২০০৪ সালের ২১ শে আগষ্টে সেই জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। সেই ষড়যন্ত্রের নিন্দা ও ধিক্কার জানাই এবং আমি সেই ২১ তারিখের ঘটনার জন্য দায়ী সকল আসামীদের বিচারের আওতায় এনে ফাঁসির দাবি জানাচ্ছি।

এ সময় নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ডা . আবু জাফর চৌধুরী বিরু’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান এবং সােনারগাঁ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার, সােনারগাঁ থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ রানা মানিক, কেন্দ্রীয় যুবলীগের কার্যকরী কমিটির সদস্য রুবায়েত হােসেন শান্ত, উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক নেকথর হােসেন নাহিদ, কাচপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুম আহমেদ, সাধারণ সম্পাদক বাবুল হােসেন, লিটন খান, কাচঁপুর ইউনিয়নের যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, কেন্দ্রীয় ছাত্রলীগের গণ যােগাযােগ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মাদ হোসাইন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রাশেদ, সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, উপজেলা তাতী লীগের সভাপতি বেলায়েত প্রধান, সাধারণ সম্পাদক গাজী আতাউ রহমান, শ্রমিক লীগের আহবায়ক মাে. মিলন হােসেন, সদস্য সচিব শামীমসহ বিভিন্ন সহযােগী সংগঠনের নেতবৃন্দ।

Related Articles

Back to top button