সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে চেয়ারম্যানের বাড়িতে হামলা, ১০ জনকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দুইজন মেম্বার প্রার্থী পরাজিত হয়ে বারদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জহিরুল হকের বাড়িতে হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে লুটপাট চালিয়ে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। এসময় হামলাকারীরা বাড়িতে থাকা চেয়ারম্যানে ভাই তাইজুল, তানজিল, শাকিল, আমেনা, রাবেয়া, বিলকিছসহ ১০জনকে কুপিয়ে ও পিটিয়ে মারাক্তক জখম করেন। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করেন। রবিবার রাত ১০ টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোনারগাঁ থানায় চেয়ারম্যান বাদি হয়ে লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা যায়, পূর্বশক্রতার জের ধরে উপজেলার বারদী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান ইউপি চেয়ারম্যান জহিরুল হকের বাড়িতে ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টিপু ও জাকির সরকার পরাজিত হয়েছে এমন খবর পেয়ে ইব্রাহিম খলিল টিপু ও জাকির সরকারসহ তাদের কর্মী সমর্থকরা স্থানীয় চেয়ারম্যানের বাড়িতে হামলা, লুটপাট ও ভাংচুর চালিয়েছে। এসময় হামলাকারীরা চেয়ারম্যানের ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। পরে বারদী গ্রামের আরও কয়েকটি বাড়ি ভাংচুর করেন তারা। হামলাকারীদের দাবী চেয়ারম্যানের কারনে তারা পরাজিত হয়েছে।

জহিরুল হক জানান, কি কারনে মেম্বার প্রার্থী ইব্রাহিম খলিল টিপু ও জাকির সরকার আমার বাড়িতে তারা হামলা করেছে জানানেই। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি করেন তিনি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান জানান, হামলার ঘটনায় অভিযোগ নেওয়া হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Articles

Back to top button