নির্বাচনের খবর

নারায়ণগঞ্জের ১৬ ইউপিতে যান চলাচলে ইসির নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

ভোটের আগের রাত থেকে ২৪ ঘণ্টা নারায়ণগঞ্জের ১৬ ইউনিয়নের সড়ক পথে যান্ত্রিক যানবাহন ও নদী পথে নৌযান বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশন।

আগামী ১১ নভেম্বর নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান এ নিষেধাজ্ঞা আরোপ করেন।

যানবাহনের মধ্যে রয়েছে মোটর সাইকেল, বেবী ট্যাক্সি, মাইক্রোবাস, জিপ ও পিকআপি প্রভৃতি। আর নৌযানের মধ্যে লঞ্চ, স্পিড বোট, ইঞ্জিন চালিত যে কোন ধরণের নৌযান নিষেধাজ্ঞা আরোপ করেছেন।

তবে, নির্বাচনের বৈধ পরিদর্শক, জরুরী কাজে ব্যবহৃত এ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ কার্যক্রমে ব্যবহারের জন্য নৌযান ও পরিবহন এই নিষেধাজ্ঞার বাহিরে থাকবে।

এ আদের্শ বাস্তবায়নে জেলা প্রশাসক ও অন্যান্য কর্তৃপক্ষকে ক্ষমতা প্রদানের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর উপজেলার ৫টি, বন্দর উপজেলার ৬টি ও রূপগঞ্জের ৫টি উপজেলা মিলিয়ে ১৬ ইউনিয়নসহ ৮৪৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

Related Articles

Back to top button