নিজের পরিবার, আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশীকে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে উদ্বুদ্ধ করতে দাওয়াতি সমাবেশ ও দোয়ার মধ্য দিয়ে মেয়ের জন্মদিন উদযাপন করলেন সোনারগাঁয়ের এক প্রবাসী যুবক।
জন্মদিন মানেই কেক কেটে আত্মীয়-স্বজন, পাড়াপ্রতিবেশী ও বন্ধুদের দাওয়াত দিয়ে খাওয়ানোটাই চিরচেনা রূপ হলেও, এবার মালায়শি প্রবাসী সবুজ তার মেয়ের জন্মদিনে ব্যতিক্রমী আয়োজন করে তাক লাগিয়ে দিয়েছেন নিজের এলাকা উপজেলার সনমান্দি ইউনিয়নে।
সোনারগাঁ উপজেলার সনমান্দি ইউনিয়নের মামুদদী গ্রামের মালায়শিয়া প্রবাসী সোহানুর রহমান সবুজ তার মেয়ে ফাতেমা আক্তার নবম জন্মদিন উপলক্ষে নিজ বাড়িতে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বাদ জুমা এ আয়োজন করেন।
এই দাওয়াতি সভায় প্রধান অতিথি হিসেবে কোরআন হাদিসের আলোকে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিশের সূরা সদস্য, কেন্দ্রীয় জামায়াতের শিক্ষা বিষয়ক সেক্রেটারি ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল মাওলানা ড. ইকবাল হোসাইন ভূঁইয়া।