সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শে লাইনম্যানের মৃত্যু
নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
সোনারগাঁয়ে বিদ্যুৎস্পর্শ হয়ে সোহেল রানা নামের পল্লী বিদ্যুৎ সমিতির এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার বাড়ি মজলিশ এলাকার সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সোহেল রানা কুমিল্লার মুরাদনগর উপজেলার ভাঙ্গুরা এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি সোনারগাঁ জোনের পল্লী বিদ্যুৎ সমিতির-১ এর লাইনম্যান লেবেল ওয়ান হিসেবে কাজ করতেন।
সোনারগাঁ পল্লীবিদ্যুৎ সমিতির সোনারগাঁ জোনাল অফিসের ব্যবস্থাপক মো. দিলশাদ হোসেন জানান, বাড়ি মজলিশ এলাকায় বিদ্যুতের সব লাইন বন্ধ করে সানজিদা সিএনজি এন্ড ফিলিং স্টেশনের বিদ্যুত সংযোগ ত্রুটির কাজ করছিল সোহেল রানা ও রঞ্জিত কুমার । ধারণা করা হচ্ছে কোনো লাইন লিক হয়ে বিদ্যুৎস্পর্শ হন তিনি।
খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চাকরির বিধি অনুযায়ী সোহেলের পরিবারকে ক্ষতিপূরণ ও সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে বলেও তিনি জানিয়েছেন।