রাজনীতি

সোনারগাঁয়ে বিএনপি নেতা মান্নান যা করলেন

নিজস্ব প্রতিবেদক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন করতে বিএনপি নেতা আজহারুল ইসলাম মান্নান সোনারগাঁ উপজেলা তথা পৌরসভা বিএনপির সকল নেতা কর্মী ও সমর্থকদের সান্ত ও ধর্য্য ধরবার বিনীত অনুরোধ জানান। এবং তিনি সোনারগাঁ থানায় স্বশরীরে উপস্থিত হয়ে পুলিশ সদস্যদের নিরাপত্তা ও থানার স্থাপনা নিরাপদ রাখতে পাশে থাকার আশ্বাস দেন।

৫ জুলাই সোমবার সন্ধায় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান থানায় উপস্থিত হয়ে আরো বলেন, “আমাদের সোনারগাঁয়ে যাতে কোনো সহিংসতা বিশৃঙ্খলা না হয়, কোন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর যাতে কোনো ধরনের আঘাত না আসে। সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সোনারগাঁ উপজেলা শাখা সবসময় শান্তিপূর্ণ ছিলো, আছে এবং থাকবে ইনশাআল্লাহ।

এ সময় সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সাথে ছিলেন, সাংবাদিক নেতা রাজু আহম্মদ, বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর ও বিএনপি নেতা মাসুম রানা, পিরোজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আলহাজ্ব রফিকুল ইসলাম ( বিডিআর) ও পিএস সেলিম প্রমূখ।

Related Articles

Back to top button