প্রভাত ফেরীর গানে আর শ্রদ্ধার ফুলে সোনারগাঁয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন এমপি- খোকা
নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা ও ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী নিয়ে গানে আর শ্রদ্ধার ফুলে দু’বার সোনারগাঁয়ে ভাষা শহীদদের স্মরণ করলেন নারায়ণগঞ্জ-৩, আসনের সোনারগাঁয়ের এমপি লিয়াকত হোসেন খোকা।
দিনের প্রথম প্রহরে জাতীয়পার্টির নেতাকর্মীদের নিয়ে এমপি লিয়াকত হোসেন খোকা উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তাপক অর্পনের মাধ্যমে তারা এ শ্রদ্ধা জানান। এ সময় পুস্পস্তাপক অর্পনে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভুইয়া, নোয়াগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেওয়ান উদ্দিন চুন্নু, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও লিয়াকত হোসেন খোকার সহধর্মীনি ডালিয়া লিয়াকতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
সোমবার সকালেও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ভাষা দিবস উপলক্ষে প্রভাত ফেরী নিয়ে গানে আর শ্রদ্ধার ফুলে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান। এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌফিক এলাহী, সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভুমি) গোলাম মোস্তফা মুন্না, কৃষি কর্মকর্তা মুনিরা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জেসমিন আক্তার, সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।