সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে আগুনে ক্ষতিগ্রস্থ ৪ পরিবারে আর্থিক সহায়তা দিল মাসুম চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরােজপুর ইউনিয়নের গঙ্গানগরে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরােজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম।

বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল ) সকালে আগুনে ক্ষতিগ্রস্থ পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি প্রত্যক পরিবারকে ৫০ হাজার টাকা করে সহযােগিতা করেন।

এসময় উপস্থিত ছিলেন , পিরােজপুর ইউনিয়ন পরিষদের সদস্য হাজী সেলিম রেজা , যুবলীগ নেতা মাসুম বিল্লাহ , আবু হানিফসহ সােনারগাঁ উপজেলা আওয়ামী লীগের অন্যান্য সদস্যরা।

জানা গেছে,গতকাল ১৪ এপ্রিল পিরােজপুর ইউনিয়নের গঙ্গানগর গ্রামের ফরিদ উদ্দিনের বাড়িতে দুপুর ২ টার দিকে বাড়ির লােকজন রােযার ইফতারের প্রস্তুতিতে নিচ্ছিলাে। এসময় রান্নাঘর থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে । আগুন লাগার পর বাড়ির লােকজনের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে । কিছু বুঝে উঠার আগেই মুহূর্তের মধ্যে পাশের জাহিদুল ও রাজা মিয়া ৪ টি ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় ঘরগুলােতে থাকা লােকজন দ্রুত বের হয়ে আসায় কোলাে হতাহতের ঘটনা ঘটেনি।

পরে স্থানীয় লােকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও ব্যর্থ হয়। খবর পেয়ে সােনার ফায়ার সার্ভিস স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনে ।

Related Articles

5 Comments

  1. I love your blog.. very nice colors & theme. Did you create this website yourself? Plz reply back as I’m looking to create my own blog and would like to know wheere u got this from. thanks

  2. Excellent post. I was checking continuously this blog and I am impressed! Very useful information specifically the last part 🙂 I care for such information much. I was looking for this particular information for a very long time. Thank you and best of luck.

  3. I think this is one of the most vital information for me. And i’m glad reading your article. But should remark on some general things, The site style is great, the articles is really nice : D. Good job, cheers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button