জাতীয়

১২ কেজি এলপিজির দাম বেড়ে এখন ১৩১৩ টাকা

অনলাইন নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

আবারও বেসরকারি খাতে বাড়লো তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। নভেম্বরে গ্রাহক পর্যায়ে ১২ কেজি এলপিজির দাম পড়বে ১ হাজার ৩১৩ টাকা। বেড়েছে অটো গ্যাসের দামও ৷

বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন এই দাম ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিলসহ কমিশন সদস্যরা উপস্থিত ছিলেন।

নভেম্বর মাসের জন্য প্রতি কেজি এলপিজির দাম ১০৪ দশমিক ৯২ টাকা থেকে বাড়িয়ে ১০৯ টাকা ৪২ পয়সা করেছে বিইআরসি। এর ফলে ১২ কেজির সিলিন্ডারের দাম এক হাজার ২৫৯ টাকা থেকে বেড়ে এক হাজার ৩১৩ টাকা হয়েছে। অক্টোবরে এলপিজির প্রতি কেজির দাম ৮৬ টাকা ৭ পয়সা (সেপ্টেম্বরের দাম) থেকে বাড়িয়ে ১০৪ দশমিক ৯২ টাকা করেছিল বিইআরসি। এ হিসেবে ১২ কেজির সিলিন্ডারের দাম অক্টোবর মাসে ছিল এক হাজার ২৫৯ টাকা হয় ৷

পরিবহনে ব্যবহৃত এলপি গ্যাসের দামও বেড়েছে, যা অটোগ্যাস নামে প্রচলিত। নভেম্বর মাসের জন্য অটোগ্যাসের দাম প্রতি লিটার ৫৮ দশমিক ৬৮ থেকে বাড়িয়ে ৬১ টাকা ১৮ টাকা নির্ধারণ করা হয়। লিটারে বেড়েছে প্রায় ২ টাকা ৫০ পয়সা।

Related Articles

Back to top button