সোনারগাঁয়ের খবর

সােনারগাঁয়ে করােনা পরিস্থিতি ভভয়ংকর রুপ ধারণ করছে

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

সােনারগাঁয়ে করােনা পরিস্থিতি ভভয়ংকর রুপ ধারণ করছে বলে অভিমত দিয়েছন স্বাস্থ্য সংশ্লিষ্টরা। যা নমুনা সংগ্রহের তুলনায় ৭১ শতাংশ। করােনা ভাইরাসের ভয়াবহতা বেড়েই চলছে। প্রতিদিন বাড়ছে রােগীর সংখ্যা। গত ৪ দিনে গানিতিক হারে বাড়ছে করােনা রােগীর সংখ্যা। নতুন করে আরাে ১৫ জন করােনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় ২১ জনের করােনার নমুনা পরিক্ষায় ১৫ জনের দেহে করােনা সনাক্ত হয়েছে।

সােমবার দুপুরে সােনারগাঁ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা : পলাশ কুমার সাহা এ তথ্য জানান। তিনি বলেন, সােমবার এর পাওয়া তথ্য অনুযায়ী ২১ জনের করােনা ভাইরাসের নমুনা পরিক্ষায় ১৫ জনের দেহে করােনা সনাক্ত হয়।

বর্তমানে সােনারগাঁয়ে করােনা রােগীর সংখ্যা ১২৮৫ জন , মৃত্যুবরণ করেছেন ৩৮ জন ও সুস্থ হয়েছেন ১১৯০ জন। গত ২৪ ঘন্টায় আক্রান্ত রােগীর মধ্য সােনারগাঁ উপজেলা কমপ্লেক্সের ১ জন মহিলা , সােনারগাঁ পৌরসভার লাহাপাড়া এলাকার ১ জন পুরুষ , পদ্মলাভদী এলাকার ২ জন পুরুষ , দিঘীরপাড় এলাকার ১ জন পুরুষ , মােগড়াপাড়া ইউনিয়নের দমদমা এলাকার ১ জন মহিলা , ছােট সাদিপুর এলাকার ১ জন মহিলা , পিরােজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার ১ জন পুরুষ ও ১ জন মহিলা , মঙ্গলেরগাঁও এলাকার ১ জন মহিলা , বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকার ১ জন পুরুষ , পরমেশ্বরদী এলাকার ১ জন পুরুষ , সাদিপুর ইউনিয়নের কাজহরদী এলাকার ১ জন পুরুষ , নগর টেঙ্গাব এলাকার ১ জন পুরুষ ও সনমান্দি ইউনিয়নের দড়িকান্দি এলাকার ১ জন পুরুষ। আক্রান্তরা সবাই প্রাপ্তবয়স্ক ।

Related Articles

Back to top button