প্রবাসীদের খবর

লেবানন প্রবাসী এক বাংলাদেশি নারীর করোনায় মৃত্যু

ডেস্ক রিপোর্টে, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

লেবানন প্রবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মঞ্জু বেগম নামে এক বাংলাদেশি নারী কর্মীর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে স্থানীয় রফিক আল হারিরি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহ হাসপাতালের হিমঘরে আছে।

জানা গেছে, মঞ্জু বেগম ১০ বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবানন জান। থাকতেন দেশটির বিগফায়া এলাকায়। করোনায় আক্রান্ত হলে গত তিন সপ্তাহ আগে তাকে রফিক আল হারিরি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন শনিবার ভোরে তিনি মারা যান।

মঞ্জু বেগমের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে। তার বাবার নাম মজনু মণ্ডল।

লেবাননে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৫ জন বাংলাদেশি প্রাণ হারিয়েছেন।

Related Articles

Back to top button