সোনারগাঁয়ের খবর

বন্ধ রাস্তা খোলা পেয়ে ভুক্তভোগী কৃতজ্ঞতা প্রকাশ করলেন ইউএনও আতিকুল ইসলামের

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম:

নিউজ পোর্টাল সোনারগাঁ টাইমসে নিউজ হবার পর টনক নরে সোনারগাঁ উপজেলা প্রশাসনের। ফলে উপজেলা প্রশাসনের তৎপরতায় ভুক্তভোগী ফিরে পায় তার চলার পথ। সোনারগাঁ টাইমস ও ইউএনও আতিকুল ইসলাম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ভুক্তভোগী মোঃ রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, ৩৬ বছর ব্যবহার করে আসা একটি রাস্তা বন্ধ করে দেওয়া রাস্তাটি খুলে দিতে বাধ্য হয়েছেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের নয়াপুর চিনতলার গাজি সালাউদ্দিন।

গাজী সালাউদ্দিন এর এটাই তার নোংরা মনের প্রথম বহিঃপ্রকাশ নয়। তিনি এই রাস্তায় টিনের বেড়া ও ইট বালু দিয়ে একটি পরিবারের চলাচলের সাংবিধানিক অধিকার খর্ব করতে চেয়েছিল। পরে সোনারগাঁয় টাইমস এ নিউজ হলে উপজেলা নির্বাহী অফিসারের তৎপরতায় বাধ্য হয়েছিল বন্ধ রাস্তা খুলে দিতে। ইট বালু সড়িয়ে রাস্তা পরিস্কার করেন আলেমের নামে লেবাসধারী গাজী সালাউদ্দিন।

Related Articles

Back to top button