সোনারগাঁয়ের খবর

সোনারগাঁয়ে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠা অবৈধ ৫ শতাধিক স্থাপনা উচ্ছেদ করেছে কাঁচপুর হাইওয়ে পুলিশ।বুধবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ওসি সাজ্জাদ করিম খাঁন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কয়েক কিলোমিটার রাস্তা ও ফুটপাত দখল করে স্থায়ী ও অস্থায়ী দোকানপাঠ ও অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছে কিছু ব্যবসায়ী। বিশেষ করে জনবসতিপূর্ন এলাকা কাঁচপুর ও মোগরপাড়া এলাকায় অবৈধ স্থাপনা সবচেয়ে বেশী। মহাসড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা ও দোকানপাট তৈরী করার ফলে যানবাহন চলাচল ও জনসাধারনে চলাচলে বাঁধাগ্রস্থ হচ্ছে। বিশেষ স্কুল কলেজে পড়ুয়া শিক্ষার্থী, নারী ও শিশুরা। যানবাহন ও জনসাধারণের সুবিধার্থে বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মোগরাপাড়া চৌরাস্তার দুপার্শের প্রায় ৫ শতাধিক অবৈধ দোকানপাঠ উচ্ছেদ করা হয়েছে।

তিনি আরো জানান, উচ্ছেদ করা জায়গায় যাতে নতুন করে দোকানপাঠ তৈরী করতে না পারে সেজন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Back to top button