সারাদেশ

আশ্রয়ণের ঘর পেয়ে বদলে গেছে অসহায় মানুষের দিন

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস ২৪ ডটকম :

মুজিব বর্ষ উপলক্ষে শতভাগ মানুষকে ভুমি ও ঘরের আওতায় আনছে সরকার। দুই শতাংশ জমিতে মালিকানাসহ ঘর নির্মান করে দিচ্ছে সরকার। আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়ে বদলে গেছে অসহায় মানুষের জীবন। স্বপ্নের ঘর পেয়ে এখন উন্নত জীবনের স্বপ্ন দেখছেন তারা।

টাঙ্গাইলের ঘাটাইলের হামিদপুরের গ্রামের আদুরি বেগম। স্বামী ও দুই সন্তান নিয়ে থাকতেন অন্যের বাড়িতে। হকার স্বামীর স্বল্প আয়ে তাদের ছিল বঞ্চনার জীবন। সেই জীর্ণদশা কেটেছে প্রধানমন্ত্রীর দেয়া উপহার ঘর পেয়ে।

সারফেস টাঙ্গাইলের আশ্রয়ন প্রকল্পে জায়গা পাওয়া সবার গল্পটাই প্রায় একই রমক। অন্যের সাহায্যের ওপর নির্ভর করে চলতো যাদের জীবন, তারাই এখন স্বপ্ন দেখছে উন্নত জীবনের।

উপকারভোগী স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধিদের সমন্বিত প্রচেষ্টায় আশ্রয়নের ঘর পৌঁছে যাচ্ছে প্রকৃত ভুমিহীনদের মাঝে।

স্থানীয় চেয়ারম্যান বলেন, শুধু পুনর্বাসনই নয়, সঙ্গে জীবন জীবিকা ও উন্নত কর্মসংস্থানেরও চিন্তা করছে সরকার।

Related Articles

Back to top button