শিক্ষা

শিক্ষার গুণগত মান উন্নয়নে ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ-এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

“সুশিক্ষা ও নৈতিকতা যেখানে এক সুতোয় গাঁথা” স্লোগানকে সামনে রেখে শিক্ষার গুণগত মান উন্নয়নে সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ – এর ভূমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ অক্টোবর) সকালে রাজধানীর ঢাকার প্রবেশদ্বার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তাস্থ আল – মদিনা শপিংমলের সপ্তম তলায় অবস্থিত সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ এর হল রুমে উক্ত স্কুল এন্ড কলেজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ’র অধ্যক্ষ মোঃ মনসুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এস. এম. মাহফুজুর রহমান।

গজারিয়া কলিম উল্লাহ স্কুল এন্ড কলেজের প্রভাষক সাইফুর রহমান আহসানীর সঞ্চালনায় এই আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম প্রধান, উপজেলা শিক্ষা অফিসার দৌলতর রহমান ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে’র পরিচালনা পরিষদের সদস্য মাসুম চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, পরিচালক মন্ডলীর সদস্য মোঃ রাশেদুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে’র রেক্টর মোঃ মজিবুর রহমান, পরিচালকমণ্ডলী সদস্য দেলোয়ার হোসেন, সানাউল্লাহ মিয়া, মোঃ আক্তার হোসেন, পীর মোহাম্মদ, শাকিল সাইফুল্লাহ, শাকিল খান সহ সকল সদস্য অভিভাবক ও সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীরা।

উল্লেখ্য, সোনারগাঁবাসীর প্রত্যাশা পূরণে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর এবং শিক্ষার গুনগত মান উন্নয়নে চলতি বছরের জানুয়ারিতে শিক্ষাবর্ষ প্লে- শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রী ভর্তির মধ্য দিয়ে “সোনারগাঁ ক্যাপিটাল স্কুল এন্ড কলেজ – এর যাত্রা শুরু করে।

Related Articles

Back to top button