রাজনীতিসোনারগাঁয়ের খবর

সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল সোনারগাঁয়ের রাজপথ

নিজস্ব প্রতিবেদক, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিক্ষোভ ক্রমেই বাড়ছে। বাধা আসলেই হতে পারে তুমুল সংঘর্ষ। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া। এ এলাকা পরিণত হতে পারে রণক্ষেত্র। এমনটাই মনে করছেন সোনারগাঁ উপজেলার স্থানীয়রা।

সোনারগাঁ উপজেলা বিএনপি’র কয়েজন নেতাকর্মী জানান, একদিকে দলের কেন্দ্র ঘোষিত নির্দলীয় সরকারের অধীন নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবিতে আমাদের আন্দোলন চলমান। তার উপর বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, সোনারগাঁয়ের গণমানুষের নেতা ও সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে আমরা আরো বেশি বিক্ষুব্ধ। আমাদের এখনকার বিক্ষোভ মিছিলে জনসম্পৃক্ততা বেড়েছে। আমাদের সামনে এখন যত বাঁধাই আসুক আমরা আর পিছপা হবো না। বেগবান আন্দোলন ছাড়া আমাদের সামনে আর কোন পথ নেই।

শনিবার (২০ মে) সকাল ১১টার দিকে এশিয়ান হাইওয়ে সড়কে বিক্ষোভ মিছিল করে সোনারগাঁ থানা জাসাসের নেতাকর্মীরা।
শনিবার (২০ মে) বিকেল শম্ভুপুরা ইউনিয়ন বিএনপি সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ ৬ নেতাকে কারাগারে প্রেরণের প্রতিবাদে এবং নিঃশর্ত মুক্তি দাবিতে বিক্ষোভ মিছিল করেছে।

একই দাবিতে মঙ্গলবার (১৬ মে) দুপুরে সোনারগাঁ উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিক্ষোভ করেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ রহমান মুন্সির নেতৃত্বে আনন্দ বাজার -বারদী শাখা সড়কের বারদী স্কুল এন্ড কলেজ মাঠে বিক্ষোভ মিছিল করে।
বুধবার (১৭ মে) সকালে পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদিকুর রহমান সেন্টু নেতৃত্বে টিপরদী চৈতী কম্পোজিটের সামনে বিক্ষোভ মিছিল করেন।

বুধবার (১৭ মে) দুপুরে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহের আলীর নেতৃত্বে টিপরদী চৈতী কম্পোজিটের সামনে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন।

পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান ও সাধারণ সম্পাদক জয়নাল মেম্বারের নেতৃত্বে মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিক্ষোভ মিছিল করেন।

এসময়ে বিক্ষোভ মিছিল কারাবন্দি কারাবন্দি সোনারগাঁ উপজেলা বিএনপি’র সভাপতি আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে তারা স্লোগান দেন।

এছাড়াও সোনারগাঁ উপজেলা বিএনপি’র প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি সম্বলিত পোস্টারে ছেয়ে গেছে সাড়া সোনারগাঁ।

Related Articles

Back to top button