সোনারগাঁয়ের খবর

বৈধ গ্যাস সংযোগের দাবিতে ৭২ ঘন্টার আল্টিমেটাম; ঢাকা-চট্টগ্রাম সহা সড়ক অবরোধ করার ঘোষনা

নিজস্ব সংবাদদাতা, সোনারগাঁ টাইমস২৪ ডটকম :

নারায়ণগঞ্জের সোনারগাঁ পৌরসভার বৈধ গ্যাস সংযোগের দাবিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি প্রদান করা হয়েছে এবং সোনারগাঁ প্রেসক্লাবের সামনে সোনারগাঁ পৌরসভার কয়েক শত নারী পুরুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আগামী ৭২ ঘন্টার মধ্যে বৈধ গ্যাস সংযোগ না দেওয়া হলে ঢাকা-চট্টগ্রাম সহা সড়ক অবরোধ করা হবে এমনকি আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। গ্যাসের আঞ্চলিক অফিস ঘেড়াও করা হবে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সোনারগাঁ পৌরসভার মেয়র পদ প্রার্থী গাজী মজিবুর রহমান, এ্যাডভোকেট ফজলে রাব্বী, নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁ পৌরসভার আওয়ামী লীগের সভাপতি মোঃ তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মোঃ গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ পৌরসভার ৪ নং ওয়ার্ড কাউন্সিল আলী আকবর, ৯নং ওয়ার্ড কাউন্সির মনিরুজ্জামান মধু, যুবলীগ নেতা মামুন আল ইসমাইল, এ্যাডভোকেট ফিরোজ হোসাইন, পৌর যুবলীগের সভাপতি,
আসাদুজ্জামান আসাদ, সোনারগাঁ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক শাহীন আলম স্বাধীন প্রমূখ।

উল্লেখ্য যে, গত ৫ জুন শনিবার বিনা নোটিশে সোনারগাঁ পৌরসভা সহ প্রায় ৩০টি গ্রামের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে প্রায় কয়েক হাজার গ্রাহক দূর্ভোগের স্বীকার হয়।

Related Articles

Back to top button